ভোটদাতাদের স্বার্থে গত বছর সংসদে সবচেয়ে বেশি সরব রাজ্যের কোন সাংসদ, জেনে নিন

Mar 29, 2019, 13:17 PM IST
1/5

S 5

S 5

সাংসদ নির্বাচন করছেন কিন্তু খেয়াল করেছেন কি আপনার এলাকার সাংসদ সংসদে কতবার সরব হয়েছেন? কতবারইবা সরকারকে প্রশ্ন করেছেন? এমনই একটি পরিসংখ্যান প্রকাশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমক্রেটিক রিফরমস-এডিআর।

2/5

S 4

S 4

পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ইস্যুতে সবচেয়ে বেশি সরব হয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গত বছর মোট ৩১২ দিন সংসদে অধিবেশন হয়েছে। এর মধ্যে সৌগত রায় উপস্থিত ছিলেন মোট ২৮২ দিন। প্রশ্ন করেছেন মোট ৫৭২টি। তাঁর ধারে কাছে নেই অন্যান্য তৃণমূল সাংসদ সহ বিরোধী দলের সাংসদরাও। তবে দীনেশ ত্রিবেদী প্রশ্ন করেছেন মোট ২৫৬টি।

3/5

S 3

S 3

সৌগত রায়ের পর সংসদে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন সিপিএম সাংসদ বদরুদ্দোজা খান। ৩১২ দিন অধিবেশনের মধ্যে তিনি হাজির ছিলেন মোট ২৭৬ দিন। প্রশ্ন করেছেন মোট ৩৫৮টি। সিপিএমের মহম্মদ সেলিম করেছেন ৯৬টি প্রশ্ন।

4/5

S 2

S 2

পশ্চিমবঙ্গ থেকে যে সব সাংসদ কোনও প্রশ্নই করেননি তাদের মধ্যে রয়েছেন, তৃণমূলের সন্ধ্যা রায়, মুনমুন সেন, মমতা ঠাকুর, সুদীপ বন্দ্যোপাধায়, সুব্রত বক্সি, দশরথ তিরকে, চৌধুরী মোহন জাটুয়া, বিজয়চন্দ্র বর্মণ, উমা সোরেন। কোনও প্রশ্নই করেননি কংগ্রেসের কংগ্রেসের এএইচ খান চৌধুরি।

5/5

s 1

s 1

রাজ্যে বিজেপির পক্ষে বিভিন্ন সময়ে খবর থাকলেও কোনও প্রশ্নই করেননি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। পাশাপাশি দার্জিলিংয়ের সাংসদ এসএস আলুওয়ালিয়ার পক্ষ থেকেও কোনও প্রশ্ন করা হয়নি। তবে জর্জ বেকার প্রশ্ন করেছেন ২৫৭টি।