রাজ্যের আরও একটি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বিজয়বর্গীয়র

Mar 24, 2019, 22:04 PM IST
1/6

দার্জিলিং আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। জি ২৪ ঘণ্টা ডিজিটালের ইঙ্গিত মিলে গেল পাহাড়ে। এদিনই গোপন আস্তানায় বৈঠকে বসে মোর্চা-জিএনএলএফ। ওই বৈঠকেই প্রার্থী নিয়ে হয় চূ়ড়ান্ত সিদ্ধান্ত।  

2/6

পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘোষণা করেন, রাজু সিং বিস্তা হতে চলেছেন দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী। 

3/6

গতবার ওই কেন্দ্রে প্রার্থী ছিলেন এসএস আলুওয়ালিয়া। তবে এবার আর ওই কেন্দ্রে প্রার্থী হতে চাননি তিনি। অন্য আসন থেকে লড়াই করতে চেয়ে অমিত শাহকে চিঠি দেন আলুওয়ালিয়া। 

4/6

কে রাজু বিস্তা? রবিবার গোপন আস্তানায় সুবাসপুত্র মন ঘিসিংদের সঙ্গে বৈঠকে বসেন বিমল গুরুং। ওই বৈঠকেই পাহাড়ে প্রার্থী নিয়ে চলে আলোচনা। রাজু বিস্তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দুই দল। মণিপুরে জন্ম বিস্তার। বয়স ৩২ বছর।          

5/6

অতিসম্প্রতি অতীত শত্রুতা ভুলে পাহাড়ে হাত মিলিয়েছে মোর্চা ও জিএনএলএফ। দুই নেতৃত্বই সিদ্ধান্ত নেন, রাজু বিস্তাই হবেন এনডিএ প্রার্থী। আর তাতে শিলমোহর দিয়েছে বিজেপি। 

6/6

প্রথমদফায় রাজ্যের ২৮টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। শনিবার জঙ্গিপুর আসনে প্রার্থী ঘোষণা করা হয়।