কমিশনের গাড়িতে বিজেপির পতাকা! আঁতাতের প্রমাণ দাবি তৃণমূলের

Apr 10, 2019, 17:06 PM IST
1/9

কমিশনের গাড়িতে বিজেপির পতাকা। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি আসানসোলের।  

2/9

 গাড়ির ভিতর যুবকরাও ছিলেন বিজেপি কর্মী।  গাড়ির ভিতরে বসা যুবকের গায়ে বিজেপির উত্তরীয়।

3/9

সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে গাড়িটি পড়তেই, পড়িমরি করে পালিয়ে যায় যুবকের দল।

4/9

ক্যামেরা দেখেই মুখ লুকায় চালক থেকে যুবকরা।

5/9

গাড়িতে লাগানো অন ইলেকশন ডিউটি স্টিকার ছিঁড়ে ফেলে।

6/9

এই ঘটনার ছবি সামনে আসতেই চাঞ্চল্য দেখা দিয়েছে। তরজায় জড়িয়েছে রাজনৈতিক দলগুলি।

7/9

এই ঘটনায় কমিশন ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ এনেছে তৃণমূল। আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন,  "বাংলায় অমিত শাহকে নির্বাচনী আধিকারিক করে আনলেও কোনও লাভ হবে না।"

8/9

কটাক্ষ উড়িয়ে পাল্টা চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা তাপস রায়। তিনি দাবি করেন, "বিজেপি এই ধরনের কাজ করে না।"

9/9

অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আসানসোলের নির্বাচনী আধিকারিক অরিন্দম রায়।