কংগ্রেসের পর বিজেপি, মাত্র ১ টাকায় চাল-ডাল-নুনের বাম্পার প্রতিশ্রুতি
Apr 13, 2019, 22:48 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ভারতের ২৫ কোটি গরিবকে বছরে ৭২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। বিজেপির ইস্তাহারে তেমন কোনও প্রতিশ্রুতি না থাকলেও এবার সেই পথে হাঁটল গেরুয়া শিবিরও।
2/5
শনিবার কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটি সভায় ঘোষণা করেন, ওডিশায় বিজেপি আসলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় মাত্র ১ টাকায় খাদ্যসামগ্রী দেওয়া হবে গরিবদের।
photos
TRENDING NOW
3/5
ধর্মেন্দ্র প্রধানের প্রতিশ্রুতি, ১ টাকায় পাওয়া যাবে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও নুন দেওয়া হবে গরিবদের। লাভবান হবে প্রায় ৩.২৬ কোটি মানুষ।
4/5
নির্বাচনের আগে ছোট কৃষকদের জন্য বছরে ৬ টাকার বাজেট ঘোষণা করেছিল বিজেপি। তার প্রথম কিস্তির টাকাও পড়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
5/5
ভোটে জিততে জনমোহিনী ঘোষণা নতুন নয়, আর তাতে মেলে সাফল্যও। অতিসম্প্রতি মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানে কৃষিঋণ মকুবের আশ্বাস দিয়েছিল কংগ্রেস। তার ফল মিলেছে ভোটের ফলে। তিনটি রাজ্যেই সরকার গঠন করেছে রাহুল গান্ধীর দল। এবার লোকসভা ভোটের আগে ৭২ হাজার টাকার 'ন্যায়' এনেছেন রাহুল।