দশ বছর আগে বিহারের মতো পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে: নির্বাচন কমিশন
Apr 20, 2019, 18:45 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ১০ বছর আগে বিহারে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই একই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কোনও বিরোধী দলের নেতানেত্রী নন, বরং এমনটাই পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
2/5
নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এদিন বলেন,''এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়''।
photos
TRENDING NOW
3/5
অজয় নায়েকের বিস্ফোরক পর্যবেক্ষণ, ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলেন, সেটাই এখন পশ্চিমবঙ্গে। সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে।
4/5
তৃতীয় দফায় ৯০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
5/5
দুটি দফায় ভোটগ্রহণ হয়ে গিয়েছে বাংলায়। তৃতীয় দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল। আগের দুটি দফায় ভোটে হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। দাবি করেছে, প্রতিটি বুথে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী।