সীতারামের চেষ্টা জলে, বাংলায় প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের

Mar 19, 2019, 00:25 AM IST
1/6

বাংলায় একলা চলোর সিদ্ধান্তেই অনড় থাকল কংগ্রেস। রাতে রাজ্যের ১১টি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল হাইকম্যান্ড। তার মধ্যে রয়েছে সিপিএমের জেতা দুটি আসন রায়গঞ্জ ও মুর্শিদাবাদ।    

2/6

কোচবিহার- প্রিয়া রায়চৌধুরী, আলিপুরদুয়ার- মোহনলাল বসুমাতারি, জলপাইগুড়ি- মণিকুমার ডারনাল, দার্জিলিং- শঙ্কর মালাকার 

3/6

রায়গঞ্জ- দীপা দাশমুন্সি, বালুরঘাট- সাদিক সরকার, মালদহ উত্তর- ঈশা খান চৌধুরী, মালদহ দক্ষিণ- আবু হাসেম খান চৌধুরী

4/6

জঙ্গিপুর- অভিজিত্ মুখোপাধ্যায়, বহরমপুর- অধীর চৌধুরী, মুর্শিদাবাদ- আবু হেনা।   

5/6

২৫টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। বাকি ১৭টি ছাড়া হয়েছে কংগ্রেসের সঙ্গে আলোচনার জন্য। প্রথম থেকেই রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনটি নিয়ে বেঁধেছিল বিবাদ। ইয়েচুরি ও রাহুলের কথার পর ওই দুটি আসন সিপিএমকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রদেশ কংগ্রেস। কিন্তু বাম প্রার্থী তালিকা ঘোষণার পর অপমানের অভিযোগ তুলে জোট থেকে হাত তুলে নেয় প্রদেশ কংগ্রেস। 

6/6

এদিনই সীতারাম ইয়েচুরির সঙ্গে ফোনে কথা হয় রাহুল গান্ধী। সীতারাম অভিযোগ করেন, 'যুক্তিসঙ্গত আচরণ করছেন না প্রদেশ কংগ্রেস নেতারা। অনেক বেশি আসন দেওয়া হয়েছিল। দার্জিলিঙে নেপালি ছাড়া কাউকে প্রার্থী দেওয়া অনৈতিক। বাইরের নেতাকে প্রার্থী করা সম্ভব নয়। এমন আচরণে সাধারণ মানুষের কাছে দুপক্ষের গ্রহণযোগ্যতা কমল। ভুল বার্তা গেল'। কিন্তু তারপরও অনড় থাকল কংগ্রেস।