1/6
কমলিকা সেনগুপ্ত: রাজ্যে ৪২টা কেন্দ্রে তিনিই প্রার্থী। সমালোচকরা বলেন, তৃণমূলে একটাই পোস্ট। কিন্তু অতিবড় নিন্দুকও স্বীকার করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর নেওয়া কঠিন। বাম জমানায় কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর দীর্ঘ সংগ্রামের ইতিহাস কারও অজানা নয়। কিন্তু আজও তৃণমূল মানেই মমতা। আর মমতা মানে তৃণমূল।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
6/6
মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে ভালবাসেন। তাঁর হাঁটার গতির সঙ্গে টক্কর দেওয়া মানে কার্যত ছুটতে হয় পার্ষদদের। প্রতিদিনই সকালে নিয়ম করে হাঁটেন তৃণমূল নেত্রী। আর নির্বাচনী মরসুমে তীব্র দাবদাহে যেন আরও চাঙ্গা মমতা। শেষ পদযাত্রায় হেঁটে ফেলেছেন ২০ কিলোমিটার পথ। আর প্রতিটি জেলাতেও নিয়ম করে হেঁটেছেন তৃণমূল নেত্রী। দিদি একনিষ্ঠ সমর্থক বললেন, সে জন্যই তো এনার্জির নাম ব্যানার্জি।
photos