ভোট চলে গেলে আমাদের হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী, বললেন মমতা
Apr 10, 2019, 15:54 PM IST
1/5
সুতপা সেন: রাজ্যের সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তৃণমূলের জয়ে কোনও সমস্যা হবে না বলে এদিন স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2/5
উত্তর দিনাজপুরের চোপড়ার সভায় তৃণমূল নেত্রী বলেন,''কেন্দ্রীয় বাহিনী আমাদের বন্ধু। ওদের বলেছে, যাও বিজেপির হয়ে ভোট করাও''।
photos
TRENDING NOW
3/5
মমতা আরও বলেন, ''মোদী চলে গেলে ওরা আমাদের হয়ে যাবে। অফিসার বদলি করে ভোট হয় না। সব অফিসার আমাদের। অফিসার ভোট দেয় না। ভোট দেয় আমজনতা''।
4/5
ভোটের মুখে কলকাতায় পুলিস কমিশনার বদল করেছে নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলেছিল তৃণমূল। আদর্শ আচরণবিধির কথা স্মরণ করিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, এই ধরনের অভিযোগের জবাব দেওয়ার দরকার মনে করে না তারা।
5/5
রবিবার মমতা বলেন, ''একজন-দুজনকে সরিয়ে ভোটে জেতা যাবে না। সব পুলিসই আমাদের লোক''।