এক রিকশাওয়ালা ও মিমির ছোটবেলার গল্প

Apr 15, 2019, 21:11 PM IST
1/6

কমলিকা সেনগুপ্ত: ছোটবেলা থেকে মিমিকে জলপাইগুড়ির স্কুলে নিয়ে যেতেন তিনি। সেই সঞ্জয়ই রিকশা নিয়ে হাজির হলেন জলপাইগুড়িতে মিমির বাড়ির সামনে। সঞ্জয়কে দেখে চিনতে পারলেন তৃণমূল প্রার্থী। প্রশ্ন করলেন, ভাল আছো?    

2/6

জলপাইগুড়ির মিমি আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। যাদবপুর কেন্দ্রে হয়েছেন তৃণমূলের প্রার্থী। যাদবপুরে প্রচারের ফাঁকে পৌঁছেছেন জলপাইগুড়ির বাড়িতে। 

3/6

জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে পড়তেন মিমি চক্রবর্তী। বাড়ি থেকে তাঁকে স্কুলে নিয়ে রিকশায় স্কুলে নিয়ে-আসা যাওয়া করতেন সঞ্জয়। সোমবার সকালে মিমির বাড়ির সামনে হাজির হন সঞ্জয়।

4/6

সাদা-নীল বেলুন দিয়ে রিকশা সাজিয়েছিলেন সঞ্জয়। স্কুলে পড়ার সময় থেকে মিমিকে ম্যাডাম বলে ডাকতেন তিনি। 

5/6

সঞ্জয়কে দেখে মিমি জানতে চান, মামা কেমন আছো? একেবারে দাঁড়ি কেটে এসেছো যে! আর তাতেই আনন্দে আত্মহারা সঞ্জয়। এত নামডাকের পরও ছোটবেলার মামাকে ভোলেননি মিমি। গল্পটা যেন ঠিক রবিঠাকুরের কাবুলিওয়ালা ও মিনির।   

6/6

এদিন স্থানীয় মন্দিরে পুজো দেওয়ার পর তৃণমূলের প্রচার শুরু করেন মিমি চক্রবর্তী।