1/20
2/20
photos
TRENDING NOW
3/20
4/20
5/20
6/20
7/20
গত পাঁচবছরে দেশের উন্নয়নে নতুন গতি দিতে পেরেছি। তবে অন্য রাজ্যে যে গতিতে কাজ করতে পেরেছি, সেই গতিতে এখানে কাজ হয়নি। এর কারণ জানেন? পশ্চিমবঙ্গে একটা স্পিড ব্রেকার আছে। এই স্পিড ব্রেকারকে এখানকার মানুষ দিদির নামে জানেন। দিদি আপনাদের উন্নয়নের স্পিড ব্রেকার। দিদি গরিবদের কথা ভাবেন না। গরিবদের নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। তিনি কীভাবে গরিবদের জন্য কাজ করবেন! দারিদ্র না থাকলে ওনার রাজনীতিই তো শেষ হয়ে যাবে। কংগ্রেস ও বামেদেরও একই হাল। গরিবদের গরিব রাখলেই ওদের রাজনৈতিক হিত। পুরো ষড়যন্ত্র করে গরিবদের উন্নয়ন রোধ করতে চাইছে। যে কোনওভাবে গরিবদের উন্নয়ন আটকাতে চাইছেন।
8/20
9/20
গরিবদের সবচেয়ে বড় দুশ্চিন্তা চিকিত্সা খরচ। আর এজন্য ভারতীয় জনতা পার্টি আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছে। গরিবদের বলছি, ৫ লক্ষ টাকার চিকিত্সা বিনামূল্যে মিলবে। এক টাকাও খরচ হবে না। স্পিড ব্রেকার দিদি আটকে দিয়েছেন এই প্রকল্প। ওনার কুকর্মের তালিকা আরও লম্বা। পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষকের উন্নয়নে ব্রেক লাগিয়েছেন দিদি। গোটা দেশে পিএম কিষাণ সম্মান যোজনায় কৃষকদের ব্যাঙ্কখাতায় সোজা টাকা পাঠানো হচ্ছে। এই প্রকল্পেও ব্রেক লাগিয়ে দিয়েছেন দিদি।
10/20
গরিব ও মধ্যবিত্তদের জন্য রেরা আইন এনেছে এনডিএ সরকার। মধ্যবিত্তরা বাড়ি কিনতে যাচ্ছেন, কিন্তু কোনও বিল্ডার পালিয়ে যাতে যেতে না পারেন তাই RERA আইন এনেছি। কিন্তু সেটি লাগু করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এই কাজই করত বামেরা। এখন ওদের হাতিয়ার কব্জা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কব্জাই নয়, আরও ধারালো করে তুলেছেন।
11/20
12/20
13/20
একদিকে সত্ চৌকিদার, অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা। একদিকে সন্ত্রাসকে উপযুক্ত জবাব দেওয়া, আর অন্যদিকে পাকিস্তানের সমর্থকরা। বালাকোটে আমাদের ছেলেরা ঘরে ঢুকে জঙ্গিদের মেরেছে, আপনারা খুশি হয়েছেন। আপনাদের মাথা উঁচু হয়নি! কিন্তু আমাদের জওয়ানরা যখন ফিরে এলেন, তখন কাদের কাঁদা দরকার ছিল? চোট পাকিস্তানে লেগেছে, আর ব্যখা পাচ্ছেন এখানে। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের চেয়েও ব্যথিত হয়েছেন কলকাতার দিদি। মোদী প্রমাণ দিন। জঙ্গিদের সঙ্গে এমনটা করা উচিত নয়। আপনার খুশি নন? ভারতের ছেলেদের পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আপনারা গর্বিত, কিন্তু দিদির পছ্ন্দ হয়নি। এমনকি ওনার মহাজোটের সঙ্গীদের পছ্ন্দ হয়নি। এত বেশি কেঁদেছেন, পাকিস্তানে নায়ক হয়ে গিয়েছেন।
14/20
15/20
দেশের সেনাদের মনোবল ভাঙার কাজ করেছে কংগ্রেসের ইস্তাহার। জম্মু-কাশ্মীর-সহ বিভিন্ন এলাকায় সেনাদের যে অধিকার দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করে নেবে ওরা। পাথরবাজ ও সন্ত্রাসবাদীদের সামনে সেনাদের দুর্বল করতে চাইছে। আস্ফপা সেনার সুরক্ষাকবচ। সেনার নিয়ম ও দেশের আইনের উপরে বিশ্বাস নেই এদের। আমাদের বীর জওয়ানদের বিপদে ফেলার ষড়যন্ত্রকে ভেস্তে দিতে হবে আপনাদের। আপনাদের ভোট শুধু বিজেপি সাংসদদের নির্বাচন নয়, বা মোদী প্রধানমন্ত্রী বানানো হয়, বরং দেশের সেনাবাহিনীর আত্মবিশ্বাস বাড়ানোর ভোট।
16/20
17/20
18/20
19/20
20/20
photos