গরু হারালে বউ হয় মা, ছেলে হয় ভাই: মমতা

May 09, 2019, 18:43 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনপর্বের শুরু থেকে রাজ্যে চলছে মোদী-মমতা দ্বৈরথ। ষষ্ঠ দফার আগে বাঁকুড়া ও পুরুলিয়া একেবারে সম্মুখ সমরে 'দাদা-দিদি'। বাঁকুড়ার সভায় মমতা দাবি করলেন, হেরে যাওয়ার ভয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এক কৃষকের গরু হারানোর গল্পও শোনালেন তৃণমূল নেত্রী।

2/5

মমতার কথায়,''আর বলবেন না হেরে যাবে তাই আবোল-তাবোল বকছে। একটা গল্প আছে। কৃষকের গরু হারিয়ে গিয়েছিল। বেচারার মাথা খারাপ হয়ে গিয়েছিল''। 

3/5

মমতা বলেন,''ওই কৃষকের বউ বলছে, খেতে এসো বেলা হয়ে গিয়েছে। কৃষক বলছে, মা গরু হারিয়ে গিয়েছে। মানে বউকে বলছে মা। ছেলে বলছে, বাবা খেতে এসো। কৃষক বলে, আর ভাই খেতে বলিস না। গরু হারালে বউ হয় মা, আর ছেলে হয় ভাই। তেমনি হেরে যাবে বলে কখন কী বলছে কী করছে বুঝতেই পারছি না''।

4/5

পুলিসকে চাপ দিয়ে আইন ভেঙে নরেন্দ্র মোদী বাঁকুড়ায় সভা করছেন বলেও দাবি করেন মমতা। তাঁর কথায়,''শেষ মুহূর্তে ধমকে-চমকে মিটিং করাচ্ছে বাঁকুড়ায়। বাঁকুড়ায় বসে আছি, বলছে গেছে। ঠিক আছে বাবা আগে করে নাও। বলছে যাইনি, গাড়ি নিয়ে মাঠে গোল কাটছে। আমি তো লোকজনের সঙ্গে দেখা করি। ওখানে লোকজন ছিল। হয়নি! কেউ ছিল না। 

5/5

মোদীর সভায় বিশৃঙ্খলা নিয়ে মমতার কটাক্ষ,''কেন আপনার কর্মরা আপনার এসপিজির সামনে রাজ্য পুলিসকে চেয়ার ছুড়বে। মিটিং করতে পারেন না, দেশ চালাবেন! ওই তো ছেলেরা দাঁড়িয়ে আছেন মেয়েরা বসে আছেন। চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে না। কালচারটা শিখুন। আপনার কালচার গুন্ডামি। তৃণমূল এসব করে না''।