সোমবার শ্রীরামপুর ও বারাকপুরের সভায় সেই মমতার স্লোগানই ফিরে এল মোদীর গলায়।
4/7
প্রধানমন্ত্রী বললেন,'চুপচাপ পদ্মে ছাপ, বুথে বুথে তৃণমূল সাফ'।
5/7
এদিন বাম-কংগ্রেস ও তৃণমূলকে একযোগে নিশানা করেন মোদী। বলেন,''ভারতীয় রাজনীতি রয়েছে নামপন্থী, বামপন্থী ও দমনপন্থী, বিকাশপন্থী''।
6/7
মোদীর ব্যাখ্যা, নামপন্থীরা পরিবারের নেতার নাম জপেন। নেতার যোগ্যতা না থাকলেও রাজা-মহারাজ মেনে নিয়ে গুণগান করছেন। বামপন্থী মানে বিদেশি আদর্শের ধারক। ওরা ভারতীয়ত্বের অপমান করে। তিন দশক ধরে যাদের সহ্য করেছে বাংলার জনতা।
7/7
মোদী আরও বলেন, ''বাংলায় এখন চলছে দমনপন্থী সরকার। বিকাশপন্থীর মানে দেশের বিকাশ''।