সিপিএমের জমানায় মমতার হাতিয়ারই এখন মোদীর মুঠোয়, সঙ্গ দিল ভিড়

Apr 29, 2019, 17:55 PM IST
1/7

অঞ্জন রায়: ইতিহাসের পুনরাবৃত্তি। সিপিএমের জমানায় শোনা যেত তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সেটাই এখন মোদীর হাতিয়ার। 

2/7

সিপিএমের জমানায় হিংসার অভিযোগ তুলে নিঃশব্দ পরিবর্তনের ডাক দিতেন মমতা। বলতেন,'চুপচাপ ফুলে ছাপ'। 

3/7

সোমবার শ্রীরামপুর ও বারাকপুরের সভায় সেই মমতার স্লোগানই ফিরে এল মোদীর গলায়। 

4/7

প্রধানমন্ত্রী বললেন,'চুপচাপ পদ্মে ছাপ, বুথে বুথে তৃণমূল সাফ'। 

5/7

এদিন বাম-কংগ্রেস ও তৃণমূলকে একযোগে নিশানা করেন মোদী। বলেন,''ভারতীয় রাজনীতি রয়েছে নামপন্থী, বামপন্থী ও দমনপন্থী, বিকাশপন্থী''। 

6/7

মোদীর ব্যাখ্যা, নামপন্থীরা পরিবারের নেতার নাম জপেন। নেতার যোগ্যতা না থাকলেও রাজা-মহারাজ মেনে নিয়ে গুণগান করছেন। বামপন্থী মানে বিদেশি আদর্শের ধারক। ওরা ভারতীয়ত্বের অপমান করে। তিন দশক ধরে যাদের সহ্য করেছে বাংলার জনতা। 

7/7

মোদী আরও বলেন, ''বাংলায় এখন চলছে দমনপন্থী সরকার। বিকাশপন্থীর মানে দেশের বিকাশ''।