মালদহের চাঁচলের সভায় এসে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি আশ্বাস দিলেন, রাজ্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ধনীরাই হাসপাতালে চিকিত্সার সুযোগ পান। ক্ষমতায় আসার পর দেশে জালের মতো বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল খুলবে কংগ্রেস।
2/5
রাহুল আরও আশ্বাস দেন, ক্ষমতায় আসার পর সরকারিক্ষেত্রে শূন্য পদে নিয়োগ করা হবে। সব খালি পদেই নিয়োগ করবে কংগ্রেস।
photos
TRENDING NOW
3/5
সিপিএম-কংগ্রেসকে একহাত নিয়ে রাহুল বলেন, ''বাংলার উন্নয়ন হয়নি। বাম জমানার অত্যাচার থেকে রেহাই পেতে বাংলার মানুষ মমতাকে নির্বাচন করেছেন। কিন্তুই সেই বাম জমানার অত্যাচারই চলছে। বাংলায় কংগ্রেসের সরকার না আসলে বাংলার উন্নতি হবে না। আমরা পুরো শক্তি লাগিয়ে দেব। সরকার তৈরি করব বাংলায়''।
4/5
আমের জন্য বিখ্যাত মালদহ। রাহুলের আশ্বাস, আম বাগানের পাশেই হবে প্রক্রিয়াকরণের কারখানা। সোজা সেখানে আম বেচবেন কৃষকরা। আম থেকে বিভিন্ন ধরনের পণ্য গোটা বিশ্বে রফতানি হবে।
5/5
রাহুলের কথায়,''আপনারা ফ্যাক্টরিতেই আম বেচবেন। বড় বড় রাস্তা তৈরি করে দেব''।