একটি ভোটকেন্দ্রে ৮ জন করে আধাসেনা! প্রথম দফার ভোট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা
Apr 10, 2019, 20:17 PM IST
1/11
রাত পোহালেই ভোট। ৭ দফা লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোট কোচবিহার ও আলিপুরদুয়ারে।
2/11
একনজরে জেনে নিন প্রথম দফার ভোটের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি। কোচবিহারে মোট বুথ ২০১০টি।
photos
TRENDING NOW
3/11
তারমধ্যে স্পর্শকাতর বুথসংখ্যা ১২৫৩।
4/11
বাকি ৮৫৭টি বুথে ভোট হবে রাজ্য পুলিসের নিরাপত্তায়।
5/11
কোচবিহারে মোট ৪৭ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্য়ে বুথ পাহারায় থাকবে ৪৫ কোম্পানি।
6/11
কোচবিহারের ১টি ভোটকেন্দ্রে ২টি বুথ পর্যন্ত ৪ জন করে আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
7/11
১টি ভোটকেন্দ্রে ২টির বেশি বুথ থাকলে মোতায়েন থাকবে ৮ জন করে আধাসেনা।
8/11
বাকি ২ কোম্পানির মধ্যে ১ কোম্পানি আধাসেনা কুইক রেসপন্স টিমে কাজ করবে। আর ১ কোম্পানি বাহিনী স্ট্রংরুমের নিরাপত্তায় থাকবে।
9/11
অন্যদিকে, আলিপুরদুয়ারে মোট বুথ ১৮৩৪টি। তারমধ্যে ১৮৩৪টি বুথের মধ্যে ৫৪৪টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।
10/11
আলিপুরদুয়ারে মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকবে মোট ৮১৪টি বুথে। ১০২০টি বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী।
11/11
কেন্দ্রীয় বাহিনী নেই, দুই জেলা মিলিয়ে এমন ৫৩৩টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্য়বস্থা থাকছে। কমিশন আরও জানিয়েছে, মোবাইল নিয়ে বুথে ঢোকা যাবে না। ভোট করাতে গিয়ে কোনও ভোটকর্মীর মৃত্যু হলে নিয়ম অনুসারে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।