close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রাজ্যের ২৫টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, দেখে নিন একনজরে

Mar 15, 2019, 18:56 PM IST
1/7

(ফাইল ছবি)

রাজ্যের ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনে বর্তমান সাংসদদেরই প্রার্থী করা হয়েছে। বসিরহাট ও পুরুলিয়া আসন দুটিও শরিকদের ছেড়েছে সিপিএম। জানা গিয়েছে, কংগ্রেসের ৪টি জেতা আসনে প্রার্থী দিচ্ছে না আলিমুদ্দিন। দার্জিলিং আসনে থাকছে দুই দলের যৌথ প্রার্থী। বাকি ১২টি আসন নিয়ে এখনও আলোচনা হয়নি। দেখে নিন সিপিএমের চূড়ান্ত প্রার্থী তালিকা-  

2/7

কোচবিহার- গোবিন্দ রায় (ফব), আলিপুরদুয়ার- মিলি ওঁরাও (আরএসপি), জলপাইগুড়ি- ভাগীরথ রায় (সিপিএম), রায়গঞ্জ- মহম্মদ সেলিম (সিপিএম) বালুরঘাট- রণেন বর্মন (আরএসপি)। 

3/7

মুর্শিদাবাদ - বদরুজ্জোহা খান (সিপিএম), রাণাঘাট- রমা বিশ্বাস (সিপিএম), বনগাঁ- অলোকেশ দাস (সিপিএম), দমদম- নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)।   

4/7

বারাসত- হরিপদ বিশ্বাস (ফব), বসিরহাট- পল্লব সেনগুপ্ত (সিপিআই), জয়নগর- সুভাষ নস্কর (আরএসপি) ও ডায়মন্ড হারবার- ফুয়াদ হালিম (সিপিএম)।

5/7

যাদবপুর- বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম), কলকাতা দক্ষিণ- নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম), উলুবেড়িয়া- মাকসুদা খাতুন (সিপিএম)। 

6/7

হুগলি- প্রদীপ সাদা (সিপিএম), আরামবাগ- শক্তিমোহন মালিক (সিপিএম), ঘাটাল- তপন গঙ্গোপাধ্যায় (সিপিএম) ও মেদিনীপুর - বিপ্লব ভট্ট (সিপিআই)। 

7/7

পুরুলিয়া- বীর সিং মাহাতো (ফব), বিষ্ণুপুর - সুনীল খাঁ (সিপিএম), বর্ধমান পূর্ব- ইশ্বরচন্দ্র দাস (সিপিএম), বর্ধমান-দুর্গাপুর- আভাস  রায়চৌধুরী (সিপিএম) বীরভূম- রেজাউল করিম।