টোটোয় চড়ে মন্দির-মসজিদ-গির্জা ঘুরে সম্প্রীতির বার্তা দিয়ে প্রচার শুরু সুব্রতর
Mar 18, 2019, 12:26 PM IST
1/9
"ওরা শুধু রাম মন্দির চায় । আমরা চাই রাম, রহিম আর যীশুর মন্দির। লড়াইটা মানব জাতির লড়াই।" বাঁকুড়ার মন্দির, চার্চ ও মসজিদে পুজো দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সুব্রত মুখোপাধ্যায় ।
2/9
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার ৫দিন পর রবিবার-ই প্রথম বাঁকুড়ায় নিজের লোকসভা কেন্দ্রে পা রাখেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
প্রথমে তিনি মাচানতলা থেকে পায়ে হেঁটে পৌঁছে যান বাঁকুড়া শহরের বড়বাজার এলাকায় অবস্থিত মহামায়া মন্দিরে। সেখানে পুজো দেন সুব্রত মুখোপাধ্যায়।
5/9
এরপর তিনি যান বাঁকুড়ার ভৈরবস্থান মন্দিরে। সেখানে কালীর পুজো দেন তিনি।
6/9
এরপর সেখান থেকে সটান সুব্রত মুখোপাধ্যায় হাজির হন কলেজ রোডের সিনি গির্জায় । সেখানে যীশুর সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করেন তিনি।
7/9
এরপর তিনি হাজির হন বাঁকুড়ার মাচানতলা এলাকায় থাকা জামা মসজিদে। মসজিদের ইমাম মোয়াজ্জেনদের সঙ্গেই প্রার্থনা করেন সুব্রতবাবু।
8/9
তিনি বলেন, "মন্দির, মসজিদ, গির্জা সবকিছু নিয়ে আমরা বড় হয়েছি। নির্বাচনের জন্য নয়, আমরা সবসময় সবধর্মকে সম্মান দিয়ে চলি। আমরা সব ধর্মের পুজারী। আমার পুজোর ঘরে যেমন গঙ্গার জল আছে, তেমনই আছে মক্কার জলও।"
9/9
সবার কাছেই আশীর্বাদ প্রার্থনা করেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। এভাবেই প্রচার শুরুর আগে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরলেন বাঁকুড়ার হেভিওয়েট তৃণমুল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।