জবাবে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, 'চৌকিদার চোর' মন্তব্য রাহুলকে ফের নোটিস

Apr 23, 2019, 14:18 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নামে 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্য করে বিপাকে রাহুল গান্ধী। তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হল না শীর্ষ আদালত। কংগ্রেস সভাপতিকে আদালত অবমাননার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। 

2/6

অতিসম্প্রতি রাফাল যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী দাবি করেছিলেন, শীর্ষ আদালতও বলছে 'চৌকিদার চোর হ্যায়'। কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন বিজেপির বিদায়ী সাংসদ মীনাক্ষী লেখি। 

3/6

এব্যাপারে রাহুল গান্ধীর বয়ান জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতে হলফনামা দিয়ে রাহুল গান্ধী ব্যাখ্যা দেন,  নির্বাচনী সভা করার সময়ে উত্তেজনার বশে ওই মন্তব্য করেছিলাম। আদালতের রায় খতিয়ে দেখেননি। ওই মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। 

4/6

মীনাক্ষি পাল্টা আদালতে জানান, রাহুল অনুতপ্ত। কিন্তু কোথাও ক্ষমা চাননি তিনি। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এব্যাপারে রাহুলের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কোনও নোটিস জারি করা হয়নি। 

5/6

এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ''নোটিস জারি না করে এবার করছি''। মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল। 

6/6

রাফাল প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছিলেন, এবার সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, চৌকিদারই চোর। গত ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, রাফাল রায়ে এমন কিছু বলা নেই, যা থেকে 'চৌকিদার চোর হ্যায়' বলা যেতে পারে।