নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নামে 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্য করে বিপাকে রাহুল গান্ধী। তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হল না শীর্ষ আদালত। কংগ্রেস সভাপতিকে আদালত অবমাননার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।
এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ''নোটিস জারি না করে এবার করছি''। মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল।
6/6
রাফাল প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছিলেন, এবার সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, চৌকিদারই চোর। গত ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, রাফাল রায়ে এমন কিছু বলা নেই, যা থেকে 'চৌকিদার চোর হ্যায়' বলা যেতে পারে।