নাবালিকা নিগ্রহে অভিযুক্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, গ্রেফতারের নির্দেশ WBCPCR-এর

May 10, 2019, 20:24 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: নাবালিকাকে নিগ্রহের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করতে পুলিসকে নির্দেশ দিল পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন। নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

2/6

১৭ বছরের নাবালিকাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিবসেনা।

3/6

অভিযোগের সারবত্তা বুঝে শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ১৭ বছরের এক নাবালিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী আধিকারিককে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

4/6

একইসঙ্গে পুলিসকে পকসো আইনে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে শিশু সুরক্ষা কমিশন। ঘটনাস্থলে যাচ্ছে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ও সদস্যরা। ওই নাবালিকার সঙ্গে কথা বলবেন তাঁরা।

5/6

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নীলাঞ্জন রায়। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী জানিয়েছেন, আমার বিরুদ্ধে ওঠা নাবালিকা নিগ্রহের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

6/6

তাঁর দাবি, অনুকূল ঠাকুরের আশ্রমে এক সংখ্যালঘু মেয়েকে হেনস্থা করার অভিযোগ উঠেছে আমার বিরুদ্ধে। নাবালিকার বাবাকে দিয়ে তৃণমূল এটা করিয়েছে। ভোটের জন্য এরা এতটা নীচে নামতে পারে!  তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, নিজের কুকীর্তি ঢাকতে তাদের উপরে দোষ চাপাচ্ছেন বিজেপি প্রার্থী।