চার-পাঁচ জন কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে বাংলা, কারা পাচ্ছেন মন্ত্রিত্ব?

May 23, 2019, 23:01 PM IST
1/5

অঞ্জন রায়: গতবার পশ্চিমবঙ্গে দু'জন সাংসদ পেয়েছিল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও দার্জিলিঙের সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। এবার তো বাংলা থেকে একঝাঁক সাংসদ যেতে চলেছে লোকসভায়।     

2/5

রাজ্যে প্রথমবার দুই অঙ্কের আসন পেয়েছে বিজেপি। জিতেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, সুভাষ সরকার ও লকেট চট্টোপাধ্যায়রা।  

3/5

বিজেপি সূত্রের খবর, এবার বাংলা থেকে ৪-৫ জন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বলে খবর। মনে করা হচ্ছে, ২০২১ সালের আগে রাজ্যকে আরও বেশি গুরুত্ব দিতে চাইছে দিল্লি নেতৃত্ব। 

4/5

কে কে মন্ত্রী হতে পারেন? বিজেপি সূত্রের খবর, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, জয়ন্ত রায়, বাবুল সুপ্রিয়, সুভাষ সরকার ও লকেট চট্টোপাধ্যায় মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে। দৌড়ে রয়েছেন মুকুল রায়ও।  

5/5

তবে তাত্পর্যপূর্ণ দিলীপ ঘোষের জয়। মাত্র ৪-৫ বছরের রাজনৈতিক জীবন বিজেপি সভাপতির। এর মধ্যে প্রথমবার লড়েই বিধানসভা ভোটে জিতেছেন। লোকসভা ভোটে জিত হাসিল করলেন দিলীপ। এবার কেন্দ্রীয় মন্ত্রীও হতে চলেছে বিজেপির রাজ্য সভাপতি।