'রাহুল তো গয়ো', অমেঠিতে কংগ্রেস সভাপতির হারের সংকেত পেতেই উত্ফুল্ল বিজেপি

May 23, 2019, 17:31 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: 'রাহুল তো গয়ো' অমেঠিতে ভোটপ্রবণতা দেখার পর এমনটাই বলছেন বিজেপি কর্মীরা। সকাল থেকে অমেঠিতে রাহুলকে সমানে-সমানে টক্কর দিয়ে চলেছেন স্মৃতি ইরানি। আপাতত ৩২ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী। 

2/4

অমেঠিতে কেন্দ্রে গতবারই রাহুলের ব্যবধান এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছিলেন স্মৃতি ইরানি। পরাজিত হলেও গত পাঁচ বছর অমেঠির মাটি কামড়ে পড়েছিলেন বিজেপি নেত্রী। 

3/4

পাঁচ বছরে ঘনঘন অমেঠিতে গিয়েছিলেন স্মৃতি। অন্যদিকে অমেঠি পায়নি রাহুল গান্ধীকে। একইসঙ্গে দীর্ঘদিন কংগ্রেসের গড় হলেও অমেঠির কোনও উন্নয়ন হয়নি। 

4/4

অমেঠির অশনিসংকেত আগেই বুঝেছিলেন রাহুল গান্ধী। আর সে কারণে কেরলেও ওয়াইনাডেও প্রার্থী হন তিনি। ওই কেন্দ্রে প্রায় ৮ লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে রাহুল গান্ধী। বলে রাখি, ওয়াইনাডে মুসলিম ভোটারদের সংখ্যা বেশি। ওই কেন্দ্রে মুসলিম লিগের সঙ্গে জোট করেছে কংগ্রেস।