লকডাউন দিঘা, এমন 'প্রাণহীন' সৈকত দেখে অবাক সমুদ্রও

Mar 25, 2020, 19:57 PM IST
1/6

ছুটি পেলেই ভ্রমণপ্রিয় বাঙালির ডেস্টিনেশন "দী-পু-দা", দীঘা-পুরী কিংবা দার্জিলিং। লকডাউনের আওতায় সৈকত নগরী দিঘা যেন ফনিহারা মনি। খা-খা করছে নীলদিগন্তের মোহময়ী বালুচর।জনমানবহীন বিশ্ববাংলা উদ্যান কার্যত স্তব্ধ। ঢেউয়ের কোলাহলে নেই এখন পর্যটকদের উল্লাস। চিকচিক করছে সমুদ্রতট, নেই কারোর পায়ের ছাপ।

2/6

জনমানবহীন বিশ্ববাংলা উদ্যান কার্যত স্তব্ধ। ঢেউয়ের কোলাহলে নেই এখন পর্যটকদের উল্লাস। চিকচিক করছে সমুদ্রতট, নেই কারোর পায়ের ছাপ।

3/6

উপকূলের রাস্তায় নেই সমুদ্র স্নানের লম্বা ভিড়। ঝাউ বনের শিরায় শিরায় চরম নিরবতা।

4/6

দিঘার প্রান্তরে ফিকে হয়েছে ফোটো তোলার হিড়িক। সমুদ্র শহর আজ প্রাণহীন।

5/6

ফাঁকা নৌকা বিদীর্ণ হয়ে পড়ে রয়েছে মাঝির অপেক্ষায়। সমুদ্রের বুকে আজ নেই শয়ে শয়ে ট্রলার, জাহাজের বাহার।

6/6

দিঘা স্টেশনে নেই উৎসাহী পর্যটকদের আগমন। ঠিক যেন বেরঙিন সাতরঙা সমুদ্রের দেশ।