Gangasagar: গঙ্গাসাগরে সরকারি শংসাপত্র হাতে ঘুরছেন রবীন্দ্রনাথ!

Jan 13, 2023, 16:35 PM IST
1/6

গঙ্গাসাগরে রবীন্দ্রনাথ!

Rabindranath in Gangasagar

কমলাক্ষ ভট্টাচার্য: বিগত ২৬ বছর ধরে সাগরতটে ঘুরছেন রবীন্দ্রনাথ! এবার হাতে পেলেন সরকারি শংসাপত্র। 

2/6

গঙ্গাসাগরে রবীন্দ্রনাথ!

Rabindranath in Gangasagar

২২ বছর সরকারি ডিউটি সেরেছেন। শেষ ৪ বছর ধরে আসছেন সাগরের টানেই। তিনি অবিকল রবীন্দ্রনাথ! 

3/6

গঙ্গাসাগরে রবীন্দ্রনাথ!

Rabindranath in Gangasagar

ইতিমধ্যেই কবিগুরুর সঙ্গে চেহারায় মিল থাকায় বেশ জনপ্রিয় হয়েছেন সোমনাথ ভদ্র। জোড়াসাঁকো থেকে নিমতলা ঘাট, কবিগুরুর জন্ম-মৃত্যুদিনে তাঁর খোঁজ মেলে। 

4/6

গঙ্গাসাগরে রবীন্দ্রনাথ!

Rabindranath in Gangasagar

দু-একটি বাংলা ছবিতেও তাঁকে রবীন্দ্রনাথের ভূমিকায় দেখা গিয়েছে। সেই সোমনাথ ভদ্র সাগরমেলা হলেই যুগ যুগ ধরে ছুটে আসেন।  অবশেষে পেলেন সরকারি শংসাপত্র।

5/6

গঙ্গাসাগরে রবীন্দ্রনাথ!

Rabindranath in Gangasagar

সাগরমেলায় এবার বিশেষ উদ্যোগ বন্ধন। কী সেই বন্ধন? পুণ্যার্থীদের জন্য সচিত্র শংসাপত্র। 

6/6

গঙ্গাসাগরে রবীন্দ্রনাথ!

Rabindranath in Gangasagar

এবার বন্ধন বুথে গিয়ে নিজের ছবি তুলে শংসাপত্র নিলেন সোমনাথ বাবুও। ভাগ করে নিলেন সাগরমেলার দীর্ঘ অভিজ্ঞতা।