পাটনা থেকে কলকাতায় পাচারের সময় উদ্ধার প্রচুর টিয়া ও ময়না

Sep 30, 2020, 16:29 PM IST
1/5

মৌপিয়া নন্দী: পাটনা থেকে কলকাতায় পাচার হওয়ার সময় উদ্ধার করা হল প্রচুর টিয়া পাখি। যার মধ্যে বেশ কিছু হিল ময়নাও রয়েছে।                       

2/5

বাজেয়াপ্ত একটি ২০৭ গাড়ি। বুধবার গাড়ি ভর্তি পাখি উদ্ধার করে বর্ধমান ফরেস্ট ডিভিশনের আধিকারিক।   

3/5

বনদফতর সূত্রে খবর, সূত্র মারফত খবর মেলে যে, একটি ২০৭ গাড়ি করে পাটনা থেকে কলকাতায় প্রচুর পাখি আসছে।   

4/5

সেই অনুযায়ী অনুযায়ী দুর্গাপুর ফরেস্ট ডিভিশন ও বর্ধমান ফরেস্ট ডিভিশন যৌথ ভাবে জাতীয় সড়কের ওপর পৌঁছে যায় আগে থেকেই। সন্দেহভাজন গাড়িটি পৌঁছন মাত্রই সেটি তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার হয়। এই ঘটনায় দু-জনকে আটক করে কার কাছে যাচ্ছিল, কে পাঠিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

5/5

জানা গিয়েছে, পাটনা, হাজারিবাগ থেকে, দুর্গাপুর, বর্ধমান হয়ে কলকাতা এবং অন্যান্য শহরে পাখিগুলো পাচার করা হচ্ছিল। গাড়ি বদল করার সময় দুর্গাপুর-পানাগড়ে গাড়ি বদলের সময় বর্ধমান বন বিভাগের জালে ধরা পরে চক্রটি। ঘটনায় ইতিমধ্যেই দু-জনকে গ্রেফতার করা হয়েছে।