Unlock 1: শহরের রাস্তায় ঠাসাঠাসি 'প্রাইভেট কার', চলছে যত্রতত্র পার্কিং
Jun 03, 2020, 10:54 AM IST
1/5
আনলক ওয়ানের শুরুর দিন থেকেই শহরের রাস্তায় প্রাইভেট গাড়ির ভিড়। লকডাউন পর্বে স্থগিত রাখা রাস্তার পার্কিং জোনগুলি খোলা হবে শীঘ্রই।
2/5
ইতিমধ্যে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকদের আলোচনা হয়েছে। পুলিশের তরফে নো অবজেকশন দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/5
শুধু মাত্র কনটেইনমেন্ট জোনগুলিতে পার্কিং ব্যবস্থা খোলা যাবে না বলে পুলিশের তরফে পুরসভাকে জানানো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই শহরের পুরসভা নিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা ফের শুরু হতে চলেছে।
4/5
ট্রাফিক ডিপার্টমেন্ট আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। বুধবার কলকাতা পুরসভা ও পার্কিং নিয়ে নোটিফিকেশন জারি করবে।
5/5
তড়িঘড়ি কেন?
আনলক হতেই শহরে প্রচুর গাড়ি বেরিয়ে পড়েছে। যার মধ্যে প্রাইভেট গাড়ির সংখ্যা বেশি। চালকরা ইচ্ছামতো পার্কিং করছেন যত্রতত্র। ফলে যানজট হচ্ছে।