বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

Oct 06, 2020, 09:36 AM IST
1/5

শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তর আন্দামান সাগরে। এদিন নাগাদ নিম্নচাপ আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও। নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার। এর ফলে আরও এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

2/5

ওড়িশা উপকূলে নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেই রয়েছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

3/5

নিচের দিকে জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে আরও ৪৮ ঘন্টা। ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নেই।   

4/5

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।  

5/5

মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৩.৫ মিমি।