২৭০০ বছর ধরে দৃশ্যমান, দেখা দেয় ৪১৫ বছর অন্তর! ক'দিন পরেই বিরল সেই লগ্ন...
Lyrid Meteor Shower:রাতের অন্ধকারে এক ঝাঁক আলোর বিন্দু। সহসাই জ্বলে উঠবে আকাশ জুড়ে। ১৫ এপ্রিল থেকেই তাদের দেখা যাচ্ছে। এবং দেখা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতের অন্ধকারে এক ঝাঁক আলোর বিন্দু। সহসাই জ্বলে উঠবে আকাশ জুড়ে। এরা উল্কাবাহিনী। নাম 'লাইরিড'। বিশ্ব জুড়েই এদের দেখতে পাওয়া যাবে। সবচেয়ে ভাল দেখা যাবে ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল। তবে তারা হাজির হয়েছে এর আগেই। ১৫ এপ্রিল থেকেই তাদের দেখা যাচ্ছে। এবং দেখা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। তবে সব চেয়ে ভালো দেখা যাবে আজ, ১৬ এপ্রিলের পর, ২১ ও ২২ এপ্রিল।
1/6
গতি ও ঔজ্জ্বল্যের জন্য খ্যাত
2/6
২৭০০ বছর ধরে
photos
TRENDING NOW
3/6
লাইরা কনস্টিলেশন
5/6
রাত সাড়ে ১০টার পর
6/6
চাঁদ আকাশে থাকবে না
photos