Kojagari Laxmi Puja: এই কয়েকটি রাশি মা লক্ষ্মীর অতি প্রিয়! কোজাগরী লক্ষ্মীপুজোয় এঁরা সমৃদ্ধির চূড়ান্তে পৌঁছবেন...
Ma Lakshmi Zodiac: মায়ের কৃপা সারা বছরই মেলে। তবে যদি তাঁর আশীর্বাদ আর একটু বেশি ঝরে! পড়বেও। এবার বিশেষ কয়েকটি রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হবে। জেনে নিন, কাদের উপর।
|
Oct 16, 2024, 01:28 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ মা লক্ষ্মীর আরাধনা বাংলা জুড়ে। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। মায়ের কৃপা ছাড়া মানুষ সাংসারিক জীবনে বা সামাজিক জীবনে বা বৈষয়িক জীবনে এতটুকু এগোতে পারে না। মায়ের কৃপা সারা বছরই মেলে। তবে তাঁর পুজোর সময়ে ভক্তেরা আশা করে থাকেন, যদি তাঁর আশীর্বাদ আর একটু ঝরে পড়ে। পড়বেও এবারে। এবার বিশেষ কয়েকটি রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হবে।
1/6
১৬/১৭

2/6
বিশেষ কৃপা

photos
TRENDING NOW
3/6
বৃষ রাশি

4/6
মিথুন রাশি

5/6
সিংহ রাশি

6/6
মীন রাশি

মীন রাশির জাতকেরা এমনিতেই মা লক্ষ্মীর প্রিয়। এর উপর এই সময়েও এঁদের উপর মায়ের কৃপা থাকবে। মা লক্ষ্মীর পাশাপাশি এঁরা নারায়ণের কৃপাও লাভ করেন। লক্ষ্মীর কৃপায় এঁদের টাকা-পয়সার কখনও অভাব হয় না। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos