'জিন্দেগি এক সফর হ্যায় সুহানা'! ফের কাছাকাছি মদন-অর্জুন

Jun 04, 2022, 20:07 PM IST
1/6

কাছাকাছি দুই নেতা

two leaders coming close

ফের একসঙ্গে দেখা গেল মদন মিত্র এবং অর্জুন সিং কে। ফেসবুকে ছবি পোস্ট করলেন মদন মিত্র নিজে। 

2/6

গানের লাইন মদনের

which song did madan mitra write in his post

ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে মদন মিত্র লিখলেন একটি গানের লাইন। জনপ্রিয় একটি গানের লাইন নিয়ে তিনি লেখেন "জিন্দেগি এক সফর হ্যায় সুহানা"।

3/6

কবে গেলেন বিজেপিতে?

when did he join bjp?

২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শিল্পাঞ্চলের এই নেতা। বিজেপির বঙ্গ ইউনিটের সহ সভাপতি করা হয় তাঁকে। 

4/6

তৃণমূলে ফিরে কী বললেন অর্জুন?

what did arjun say after coming back to tmc

২০২২ সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং। তৃণমূলে যোগদানের বিষয় অর্জুন সিং বলেছিলেন, বহু মানুষ বাংলার উন্নয়ন বন্ধ করার চেষ্টা করছিল এবং সেই কারনে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই কারনেই তিনি আবার নিজের বাড়িতে ফিরে এসেছেন বলে জানান।

5/6

বিজেপিকে কী বললেন অর্জুন?

what did arjun say to bjp?

অর্জুন বলেন দল চাইলে তিনি এক ঘণ্টার মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তিনি আরও বলেন যারা তৃণমূলের টিকিটে জিতে এখন বিজেপিতে রয়েছে তাদেরও ইস্তফা দেওয়া উচিৎ। 

6/6

অর্জুনের রাজনৈতিক জীবন

arjun singh's political career

অর্জুন সিং কংগ্রেসের হাত ধরে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ভাটপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসাবে জয়লাভ করেছিলেন তিনি। ২০০১ সালে সিপিআই(এম) প্রার্থী রামপ্রসাদ কুন্ডুকে পরাজিত করে রাজ্য বিধানসভায় তার প্রবেশ তৃণমূল কংগ্রেসের হাত ধরে।