ভারতে তৈরি এই বোলিং মেশিনের দাম এক লাখ টাকারও কম। আর বিদ্যুত্ও লাগবে না।
4/6
দেশী বোলিং মেশিন
বেঙ্গালুরুর এক কোম্পানি ফ্রিবোলার এবার এমনই এক বোলিং মেশিন বাাজারে নিয়ে এল। বোলিং মেশিনে সাধারণত আসল ক্রিকেট বল ব্যবহার করা হয় না। কিন্তু নতুন এই মেশিনে কিন্তু আসল ক্রিকেট বল ব্যবহার করা যাবে।
5/6
দেশী বোলিং মেশিন
ইলেকট্রিক চালিত বোলিং মেশিন থেকে ছুটে আসা বলে সাধারণত বৈচিত্র্য থাকে না। এক্ষেত্রে সেই মেশিন নির্দিষ্ট একটা লেন্থেই বোলিং করে যায়। নতুন বিদ্যুতহীন মেশিন কিন্তু এই ব্যাপারেও নতুনত্ব আনতে চলেছে। এই মেশিনের আবিষ্কর্তা দাবি করছেন, বোলিং বৈচিত্রেও এই মেশিন অন্য দামি মেশিনকে টেক্কা দেবে।
6/6
দেশী বোলিং মেশিন
দেশে তৈরি এই নতুন মেশিন থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিমি বেগে বল ছুূটে আসতে পারে। আপাতত মুম্বইয়ের কান্দিভালিতে এই মেশিনে প্র্যাকটিস করছে কিছু কমবয়সী ক্রিকেটার।