Made in India! মা-কাকিমাদের Gift দেওয়ার জন্য এই ফোন হতে পারে দারুণ পছন্দ

Dec 19, 2020, 17:52 PM IST
1/5

স্মার্টফোন-এর জমানা। তবে এখনও বাড়ির বয়স্ক সদস্যদের অনেকেই মাল্টিমিডিয়া এক্সেস করতে পারেন না। তাঁদের কাছে কল রিসিভ আর কলিং-এ প্রাধান্য পায়। বাড়ির সেই সমস্ত বয়স্ক সদস্যদের জন্য কিন্তু এই ফোন দারুণ পছন্দ হতে পারে।

2/5

Detel D1 Guru. মেড ইন ইন্ডিয়া ফোন। বলতে পারেন, সস্তায় পুষ্টিকর। আপনি নিজেও স্মার্টফোন-এর পাশাপাশি এই ফোন সেকেন্ডারি হিসাবে ব্যবহার করতে পারেন। এটি একেবারে ভারতীয় চেক ব্র্যান্ড।

3/5

এই ফোনের দাম সাতশো টাকারও কম। এই ফোনে টুকটাক মাল্টিমিডিয়া ফিচার্স রয়েছে।

4/5

বিল্ড কোয়ালিটি মোটের উপর ভাল। বডি মেটেরিয়াল প্লাস্টিকের হলেও তা শক্তপোক্ত। ব্লু আর সিলভার কালার দেখতেও বেশ আকর্ষণীয়। ছোটখাটো ফোন। ফলে ক্যারি করতেও বয়স্ক ব্যক্তিদের সুবিধা হবে।

5/5

1.8 ইঞ্চি LCD. রেয়র প্যানেলে স্পিকার ও ক্যামেরা রয়েছে। ফোনের উপরে রয়েছে ডুয়েল টর্চ। রিমুভেবল ব্যাটারি থাকছে। ডুয়েল সিম ও ডেডিকেটেড মেমোরি কার্ড থাকছে।