সীতার বেশে মধুমিতা, রাবণের সঙ্গে দেখা যাবে মহালয়ার সকালে

Sep 11, 2020, 17:22 PM IST
1/8

পুজো প্রায় এসেই গিয়েছে। যদিও করোনা আবহে পুজোর গন্ধ অনুভব করার উপায় নেই বললেই চলে। একটু অন্য়রকম হলেও মহালয়ার প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছে। মহালয়ার সকালে সীতার বেশে ধরা দিতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার।  

2/8

মহালয়ার সকালে রাবণের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে সীতাকে। শুক্রবার রাবণ ও সীতার লুক প্রকাশ্যে আনা হল।

3/8

মহালয়ার সকালে রাবণের ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মাকে। শ্যুটিংয়ের ফাঁকে রাজেশ শর্মার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন মধুমিতা।

4/8

আকাশবাণীতে চিরাচরিত মহালয়া শোনার সঙ্গে টেলিভিশনে মহালয়া দেখতেও দর্শকরা বেশ পছন্দই করেন। এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় অন্য়ভাবে উপস্থাপিত হতে চলেছে মহালয়া।

5/8

কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এটাই মধুমিতা সরকারের প্রথম কাজ।

6/8

 টেলিভিশনের দর্শক অবশ্য় মধুমিতাকে অনেক আগে থেকেই চেনেন।

7/8

'বোঝে না সে বোঝে না'র সেই 'পাখি' বা 'কুসুম দোলা'র 'ইমন'কে এবার দর্শক দেখবেন সীতার বেশে।

8/8

এর আগে দুর্গার বেশে সকলকে চমকে দিয়েছিলেন মিমি চক্রবর্তী। মহালয়ার সকালে দুর্গার বেশে আমারা সাংসদ, অভিনেত্রীকে দেখতে চলেছি।