Madhyamik 2023 Results: আগামী সপ্তাহেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল, দিনক্ষণ জানালেন ব্রাত্য বসু

Madhyamik 2023 Results: মাধ্যমিক বোর্ডের প্রধান জানিয়েছিলেন তারা ফলাফল প্রকাশ করবেন মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে। সেই কথা মতো তৃতীয় সপ্তাহের আগেই হতে চলেছে ফলপ্রকাশ।

May 10, 2023, 14:37 PM IST
1/5

এবছর মাধ্যমিকের ফল প্রকাশ কবে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন এবার মাধ্যমিকের ফল প্রকাশ হবে আগামী সপ্তাতে। আজ ট্যুইট করে দিনক্ষণ ঘোষণা করে দিলেন তিনি। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

2/5

বুধবার ট্যুইট করে ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন মাধ্যমিকের ফল প্রকাশ হবে ১৯ মে সকাল দশটায়। এবার পরীক্ষার ৩ মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

3/5

ওইদিন সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সঙ্গে ঘোষণা করা হবে পাসের হার, মেধাতালিকা সংক্রান্ত তথ্য। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

4/5

পরীক্ষার পর মাধ্যমিক বোর্ডের প্রধান জানিয়েছিলেন তারা ফলাফল প্রকাশ করবেন মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে। সেই কথা মতো তৃতীয় সপ্তাহের আগেই হতে চলেছে ফলপ্রকাশ। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

5/5

পর্ষদের ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এসএমএসেও ফল জানা যেতে পারে। এনিয়ে পরে বিস্তারিত ঘোষণা করতে পারে পর্ষদ। -তথ্য-শ্রেয়সী গঙ্গোপাধ্যায়