সময় ভাগ করে লোকাল ট্রেন চালু করতে রেলকে চিঠি মহারাষ্ট্রের

Oct 28, 2020, 20:04 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য। এজন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিল উদ্ধব ঠাকরের সরকার। কোভিড পরিস্থিতিতে ট্রেনে ওঠা-নামার সময়ও ভাগ দেওয়া হল।    

2/5

মহারাষ্ট্রের বিপর্যয় ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন দফতরের সচিব চিঠি দিয়েছেন কেন্দ্রীয় ও পশ্চিম রেলওয়েকে।  চিঠিতে লেখা, কোভিড-বিধি মেনে সাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। ট্রেন চালানোর জন্য দিনের নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া হয়েছে। 

3/5

টিকিট বা পাস থাকলে সকালের প্রথম লোকাল থেকে সকাল ৭.৩০টা পর্যন্ত উঠতে পারবেন সাধারণ যাত্রীরা। তেমনই রাত ৮ থেকে শেষ লোকাল পর্যন্ত উঠতে পারবেন তাঁরা। মাঝে সকাল ১১টা থেকে বিকেল ৪.৩০টে পর্যন্ত সাধারণ টিকিট বা পাসে ওঠা যাবে ট্রেনে।         

4/5

অত্যবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরা পাস বা টিকিট কেটে উঠতে পারবেন সকাল ৮ থেকে ১০.৩০টার মধ্যে। ফের ওঠা যাবে বিকেল ৫ থেকে ৭.৩০টার মধ্যে। ঘণ্টায় ঘণ্টায় চলবে লেডিজ স্পেশাল ট্রেন।   

5/5

প্রসঙ্গত, বাংলায় লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যকে বৈঠকে বসার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। এর আগেও একবার চিঠি দেওয়া হয়েছিল। তবে রাজ্য আগ্রহ দেখায়নি। এখন দেখার লোকাল ট্রেন চালানোর অনুমতি কবে দেয় রাজ্য সরকার?