চিন সীমান্তে বরফে মৃত্যু জওয়ানের, কেন্দ্রের কাছে অব্যবস্থার অভিযোগ বাবার

Feb 12, 2019, 23:16 PM IST
1/4

উত্তর সিকিমে বরফের নীচে চাপা পড়ে গিয়েছিলেন। বরফ সরিয়ে ৬ ফুট নীচ থেকে উদ্ধার করা হয় নিশিথ দোগরার দেহ। তবে বাঁচানো যায়নি তাঁকে।  

2/4

জানা গিয়েছে, উত্তর সিকিমে তুষার ঝড়ের মুখে পড়েন নিশিথ। এরপর থেকে খোঁজ মেলেনি তাঁর। তল্লাশির পর বরফের ৬ ফুট নীচ থেকে উদ্ধার হয় তাঁকে। চিকিত্সা করা হলেও বাঁচানো যায়নি তাঁকে।

3/4

সরকারের কাছে নিশিথ দোগরার বাবার আবেদন, চিন সীমান্তে ৭ জওয়ানের মৃত্যু হয়েছে। গত একসপ্তাহ ধরে সেখানে বিদ্যুত্ নেই। জেনারেটর কাজ করছে না। সেখানকার অবস্থার উন্নতি করুন। 

4/4

শহিদের শেষকৃত্যে হাজির ছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।