1/5
2/5
একটি কলাকে ভাল করে পেস্ট করে নিতে হবে। এর সঙ্গে ডিমের সাদা অংশ ও টক দই ভাল করে মিশিয়ে নিন। এর পর মিশ্রনটি ভাল করে মুখে ও গলায় লাগিয়ে নিন। কলায় প্রচুর পরিমাণে ভিটামন-সি, পটাশিয়াম ও অ্য়ান্টি-অক্সিডেন্ট থাকে। যা ত্বকের জন্য় খুবই উপকারি। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করে এই ফেস প্য়াকটি ব্য়বহার করুন।
photos
TRENDING NOW
3/5
একটি পাত্রে কিছুটা বেসন নিন। এর সঙ্গে কিছুটা লেবুর রস, হলুদ ও গোলাপ জল মিশিয়ে নিন। বেসন আমাদের মুখ পরিষ্কার করে ও মৃত কোষ দূর করে। এছাড়াও মুখ থেকে তেল এবং ট্য়ান দূর করে। হলুদে যেহেতু অ্য়ান্টি ব্য়াকটেরিয়াল উপাদান থাকে,তাই ব্রন প্রতিরোধ করে। মিশ্রনটি শুকিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
4/5
5/5
photos