শনিবার সন্ধেতে মালবাজার মহকুমার ওদলাবাড়িতে এসে সুভাষপল্লী সর্বজনীন পুজোর ৪২ তম বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসজেডিএ-র চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এবং আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।
2/5
চোখ ধাঁধানো আলোকসজ্জার মাঝে এই পুজো মন্ডপের অসাধারণ নান্দনিকতায় মুগ্ধ দুজনেই। সুভাষপল্লীর এবারের আয়োজনকে জেলার সেরা আখ্যা দিয়েছেন তাঁরা। এই পুজোর এবারের থিম "মা আসছেন স্বপ্নের উড়ানে'।
photos
TRENDING NOW
3/5
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিল্পী নীহার দেবনাথের ভাবনায় এপাড় বাংলা- ওপার বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানো হয়েছে।
4/5
পাশাপাশি উষ্ণায়ন, দূষণকে দূরে সরিয়ে রেখে আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব এক স্বপ্নের পৃথিবীতে নিয়ে যাওয়ার বার্তা দিতেই এবারের আয়োজন বলে পুজো কমিটির সম্পাদক তমাল ঘোষ জানিয়েছেন।
5/5
চোখ ধাধানো চন্দননগড়ের আলোকসজ্জা৯ রয়েছে এই পুজো মণ্ডবে। কালীপুজোর আগের দিন থেকেই থেকেই দর্শনার্থীরা ভীর জমাতে শুরু করেছেন।