অবসাদ থেকে মুক্তি পেতে নিজের লেখা কোন বইটি পড়ার পরামর্শ মমতার?

Aug 28, 2018, 15:37 PM IST
1/8

মমতার পরামর্শ

Mam_8

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় ছাত্রছাত্রীদের অবসাদ থেকে মুক্তির টোটকা বাতলে দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

2/8

মমতার পরামর্শ

Mam_7

দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দীর্ঘ লড়াইয়ের কথা এদিন ছাত্রছাত্রীদের স্মরণ করিয়ে দিলেন জননেত্রী। 

3/8

মমতার পরামর্শ

Mam_6

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''ছাত্র রাজনীতির সময়ে লবি করার প্রয়োজনীয়তা নেই। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, ঘনঘন নেতাদের বাড়ি যেতাম না''।

4/8

মমতার পরামর্শ

Mam_5

মমতা আরও বলেন,''লড়াই করে যে উপরে ওঠে, তাঁকে কেউ আটকাতে পারে না। আমরা যখন রাজনীতি করতাম সিনিয়ররা সামনে আনতেন না। নিজের মুখ আয়নায় দেখে এগোতে হয়''। 

5/8

মমতার পরামর্শ

Mam_4

তৃণমূল নেত্রীর কথায়,''দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতা দরকার। যাঁরা টাকার কাছে মাথা নোয়াবে না''। 

6/8

মমতার পরামর্শ

Mam_3

ছাত্রছাত্রীদের জন্য বাংলায় কাজের সুযোগ রয়েছে বলেও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ, ''জীবনে অবসাদে পড়লে তাঁর লেখা কথাঞ্জলি বইটি পড়ুন ছাত্রছাত্রীরা''।  

7/8

মমতার পরামর্শ

Mam_2

মমতার কথায়, ''কথাঞ্জলি'তে খুব ভাল ভাল উক্তি রয়েছে। বইটি পড়লে অবসাদ দূর হবে। বাড়বে মনোবল''।

8/8

মমতার পরামর্শ

Mam_1

স্মৃতিচারণ করে মমতা বলেন, ''আমাদের সময়ে স্বামী বিবেকানন্দের বই পড়ে মনোবল বাড়ত। কাজে উত্সাহ পেতাম''।