পরের পুজোয় সরকারি কর্মীদের ১৫ দিনের টানা ছুটি ঘোষণা মমতার, ছটপুজোয় ৩দিন ছুটি

| Oct 31, 2019, 22:29 PM IST
1/5

কমলিকা সেনগুপ্ত: সারাটা বছর সরকারি কর্মীরা কাজ করেন। তাঁদের জন্য উত্সবের দিনগুলিতে ছুটি দিতে চান। পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

2/5

মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সামনের বছর টানা ১৫ দিন দুর্গাপুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। 

3/5

মমতা জানালেন, আগামী বছর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৯ অক্টোবর সোমবার। তার আগে ১৭ ও ১৮ অক্টোবর শনি ও রবিবার। সব মিলিয়ে সামনের বার টানা ১৫ দিনের ছুটি।

4/5

মুখ্যমন্ত্রী বলেন," ধর্ম নিজের কিন্তু উত্সব সবার। বাংলায় উত্সবে আমরা ওরা হয় না। আমি নিজেই ছুটির ক্যালেন্ডার তৈরি করি।" 

5/5

ছটপুজোতে ও এবার টানা ৩ দিন ছুটি পাচ্ছেন কর্মীরা। রাজ্যের কর্মসংস্কৃতি নিয়ে ইতিমধ্যেই একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা।