ভাল খেললে সিভিক ভলান্টিয়ারের চাকরি, ঘোষণা মমতার
ভাল খেললে দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারের চাকরি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে খেলোয়াড়দের পেনশন চালুর কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদি্ন নেতাজি ইন্ডোরে ৮১জনকে খেলাশ্রী সম্মানে ভূষিত করা হয়।
মুখ্যমন্ত্রীর দাবি, বাম জমানার চেয়ে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ৭গুণ। এরইসঙ্গে মমতা ঘোষণা করেন, ভাল খেললে দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারের চাকরি।
বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর সিভিক চাকরির জন্য ভাল খেলতে হবে। বাইরের রাজ্যে সরকারি চাকরি থেকে যাবতীয় সুযোগসুবিধা পাচ্ছেন ক্রীড়াবিদরা।
এদিন ২২১ কোচিং সেন্টারকে এক লক্ষ টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার।