1/5
2/5
গত ৬ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন,''হাতির আক্রমণ বেশিরভাগটাই হয় ঝাড়গ্রামে।মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়াতেও হামলা করে হাতি। উত্তরবঙ্গেও তেমন ঘটনা ঘটে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাতির আক্রমণে কেউ মারা গেলে পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে। অনেকে এভাবে মারা যায়, তার পরিবারের দিকে ফিরেও তাকায় না। তাঁরা আড়াই লক্ষ টাকা পায়, এবার চাকরিও দেওয়া হবে।'' ওই ঘোষণার দেড় মাস কেটেছে।
photos
TRENDING NOW
3/5
photos