রাজ্যের SC/ST পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বড় অঙ্কের লোনের সুবিধা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Oct 05, 2020, 16:53 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

2/5

এদিন মাধ্য়মিক, উচ্চমাধ্য়মিক, হাই মাদ্রাসা, জয়েন্টের কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল অনুষ্ঠানে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই আলাদা করে উল্লেখ করেন রাজ্যের তফশিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে লোনের ব্যবস্থার কথা।

3/5

মুখ্যমন্ত্রী বলেন, "এরাজ্যের SC/ST ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ১০ লাখ টাকা এডুকেশন লোন নিতে পারবে। সেটাও খুব কম ইন্টারেস্টে (সুদের হারে)।" পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও বলেন, "বাইরে পড়তে গেলে ২০ লাখ টাকা লোন পাবে ছাত্রছাত্রীরা।"

4/5

প্রসঙ্গত, এই প্রথমবার SC/ST পড়ুয়াদের ক্ষেত্রে আলাদা করে প্রাইজ দেওয়া হচ্ছে। অর্থের অভাবে যাতে কারও লেখাপড়ায় অসুবিধা না হয় সেজন্য এদিন ডিএম ও এসপিদের ততপর হতে বলেন মুখ্যমন্ত্রী।

5/5

মুখ্যমন্ত্রী বলেন, "কারও কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট জেলাশাসককে চিঠি দিয়ে জানাও। কেউ স্কলারশিপ চাইলে বা কেউ বই কিনতে না পারলে, সবরকমভাবে সাহায্য করার জন্য সরকার পাশে আছে। সব ডিএম-এসপিদের বলছি, পড়ুয়ারা চিঠি দিতে চাইলে নিন। সবসময় আমার কাছে আসার দরকার নেই, পড়ুয়াদের সাহায্য করুন।"