ফিরে যাচ্ছিলেন, শুভ্রাংশুকে ডাকলেন মমতাই, তারপর...

Oct 21, 2018, 19:06 PM IST
1/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_11

কমলিকা সেনগুপ্ত: বিজয়া দশমীর প্রণাম করতে দিদির কাছে গিয়েছিলেন। তবে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। ফিরেই যাচ্ছিলেন শুভ্রাংশু রায়। তারপরই এল ডাক। 

2/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_10

বিজয় দশমী উপলক্ষে জনসংযোগ ঝালিয়ে নিতে শনিবার কালীঘাটের নিজের অফিসের নীচে চেয়ার পেতে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে দশমীর শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূলের সাংসদ।

3/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_9

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। দুজনের মধ্যে চলে শুভেচ্ছা বিনিময়। 

4/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_8

যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, ততক্ষণ ধরেই তাঁর পাশের চেয়ার আলো করে থাকলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। 

5/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_7

শুধু অভিষেকই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও দশমীর প্রণাম করেছেন শুভ্রাংশু। (ফাইল ছবি)

6/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_6

তৃণমূল নেত্রী নানা কাজে ব্যস্ত ছিলেন, ফলে বাইরে অপেক্ষা করছিলেন শুভ্রাংশু রায়। ডাক আর আসে না। শেষে বাড়ির পথেই হাঁটা লাগান শুভ্রাংশু। (ফাইল ছবি)

7/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_5

জানতে পেরে শুভ্রাংশুকে ডেকে পাঠান খোদ তৃণমূল নেত্রী। সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট ধরে কথা হয় দুজনের। বিজয়ার প্রণামও করেন শুভ্রাংশু রায়। (ফাইল ছবি)  

8/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_4

মুখ্যমন্ত্রী ও বিধায়কের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। (ফাইল ছবি)

9/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_3

সম্প্রতি শুভ্রাংশু রায় অসুস্থ হওয়ার পর বেসরকারি হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সাক্ষাত্ ব্যতিক্রম নয়। (ফাইল ছবি)

10/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_2

গতবছর নভেম্বরে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়। সূত্রের খবর, তারপর থেকে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন মুকুলপুত্র। যদিও শুভ্রাংশু রায় বারবার স্পষ্ট করেছিলেন, তৃণমূলেই থাকছেন তিনি। (ফাইল ছবি)

11/11

মমতা-শুভ্রাংশু সাক্ষাত্

mamata_1

প্রসঙ্গত, লোকসভা ভোটের রাজ্যে পদ্মফুল ফোটানোর দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। তাঁর ছেলেই তৃণমূলে। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা মুকুলের কাছে অস্বস্তির কারণ বলেই মনে করছে অভিজ্ঞমহলের একাংশ।