ডালবড়া না চপ, তেলেভাজার দোকানে কোনটা ভালো? পুলিসকে খবর রাখতে নির্দেশ মমতার

Nov 21, 2019, 19:10 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: চপের দোকানের খবর রাখতে হবে তো। মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠকের মাঝে এক পুলিস কর্তাকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/5

বুধবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের মাঝে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের পরিচয় দেন জেলার পুলিস কর্তারা। নিজের পরিচয় দেন আইসি মুর্শিদাবাদ। তখনই মমতা জিজ্ঞেস করেন, লালগোলাতে ভালো তেলেভাজার দোকান আছে? 

3/5

এক পুলিস কর্তা জবাব দেন, থানার কাছে আছে।   

4/5

ডালের বড়া ভালো পাওয়া যায়? জানতে চান মমতা। উত্তর আসে, চপ ভালো করে। ডালের বড়াও করে।

5/5

মমতা তখন বলেন,''চপ কেন ডালের বড়া ভালো করে। আমি কিনি তো যাওয়ার সময়। খবর রাখতে হবে তো।''