Mamata Banerjee: মালদহের পথে মুখ্যমন্ত্রী, বোলপুরে ট্রেন থামতেই ভিড় জমল কামরার বাইরে..দেখুন ছবি

May 03, 2023, 21:41 PM IST
1/7

সুতপা সেন: তৃণমূলের নবজোয়ারে এবার মমতা! মালদহে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। বর্ধমানের পর ট্রেন দাঁড়াল বোলপুর স্টেশনে। দরজা খুলতেই মমতার কামরার আছড়ে পড়ল তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়! দেখা গেল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। 

2/7

শিয়রে পঞ্চায়েত ভোট। কাকে প্রার্থী চান? গোপন ব্যালটে এবার মতামত জানাচ্ছেন সাধারণ মানুষই। 

3/7

উত্তরবঙ্গে 'তৃণমূলে নবজোয়ার' শেষের মুখে। আগামীকাল, বৃহস্পতিবার মালদহে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক। সেই উপলক্ষ্যে বিশেষ অধিবেশন উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

4/7

মালদহের ইংরেজবাজারে একমঞ্চে বক্তব্য রাখবেন মমতা-অভিষেক।

5/7

শিয়ালদহ থেকে সরাইঘাট এক্সপ্রেসে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাতেই পৌঁছন মালদহে।

6/7

হাওড়া থেকে ছাড়ার প্রথম স্টপেজ বর্ধমান। তারপর বোলপুরে কিছুক্ষণ দাঁড়ায় ট্রেন। 

7/7

দলের পতাকা হাতে নিয়ে বোলপুর স্টেশনে হাজির তৃণমূল কর্মী-সমর্থকরা। ট্রেন থামতেই ভিড় আছড়ে পড়ল মুখ্য়মন্ত্রীর কামরার বাইরে। দরজা খুলে হাত নাড়লেন মমতাও।