CAA বিরোধিতায় ফের রাস্তায় মমতা, রাজ্যপালকে 'ন্যাকা ও বেঁকা' বলে কটাক্ষ

Dec 24, 2019, 14:09 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ফের রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সিমলা স্ট্রিট থেকে আজ মিছিল শুরু করেন  তৃণমূল নেত্রী। বেলেঘাট গান্ধীভবন পর্যন্ত আজ পদযাত্রা করবেন তিনি।

2/5

মমতা বলেন,"সারা ভারতবর্ষে জুড়ে লোকে নেমে পড়েছে এই আন্দোলনে। বিজেপি এটা হিন্দু-মুসলমান করতে চাইছে। আমরা হিন্দুস্থানের আন্দোলন করতে চাইছি। ভারত ও বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। করতে দেব না। "

3/5

তোপ দাগেন,"সিএএ নিয়ে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে, আর প্রধানমন্ত্রী আরেক কথা বলছে।"  

4/5

বলেন, "আমরা উত্তরপ্রদেশে প্রতিনিধি দল পাঠালাম। দেখ গণতন্ত্র, আমাদের ঢুকতে দিলি না! তোরা প্লেনে করে এলি, হাঁটতে পারে না তাই গাড়ি করে মিটিং করে গেলি।"    

5/5

একইসঙ্গে আজ রাজ্যপালকেও একহাত নেন তৃণমূল নেত্রী। রাজ্যপালকে 'ন্যাকা ও বেঁকা' বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আরও বলেন, "একজন আছে খালি বলে রাজ্যে সব ঠিক নেই।"