উত্তরপ্রদেশে আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসকে ছাড়াই হাত মিলিয়েছেন পিসি-ভাইপো। সপা-বসার জোট সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে সে কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী।
2/5
বিজেপির বিরুদ্ধে শক্তিশালী মহাজোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতমাসে দিল্লিতে বিরোধী নেতানেত্রীদের বৈঠকেও ছিলেন তিনি। তবে রাজ্যে কোনও জোট হচ্ছে না বলে আগেই স্পষ্ট করেছিলেন মমতা।
photos
TRENDING NOW
3/5
বৈঠকের পর তিনি জানান, পশ্চিমবঙ্গে একার জোরেই লড়বে তৃণমূল কংগ্রেস। কোনও জোট হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, প্রেক্ষাপট অনুযায়ী সমঝোতা হচ্ছে। যে যেখানে শক্তিশালী, সেই জায়গায় সমীকরণ বদলাচ্ছে।
4/5
রাজ্যে মমতার সঙ্গে জোটে নারাজ প্রদেশ কংগ্রেস, তা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে অনুরোধ করে এসেছেন সোমেন মিত্ররা। প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন রাহুল গান্ধী।
5/5
রাজনৈতিক মহলের মতে, তিন রাজ্যে জয়ের পরও রাহুলের উপরে ভরসা নেই মায়াবতী-অখিলেশের। ভোটের পর অঙ্কের খেলায় গুরুত্ব বাড়াতে চাইছেন তাঁরা। আর বাংলায় ৪২-এ ৪২ করতে পারলে দর কষাকষিতে নিজের অবস্থান পোক্ত করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।