মোদীর `উদ্বোধন` করা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের শনিবার শুভ সূচনা করবেন মমতা

Fri, 08 Mar 2019-4:03 pm,

অবশেষে আগামিকাল রাজ্য সরকারের তরফে উদ্বোধন করা হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। ৯ মার্চ চালু হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ।

 

ঠিক এক মাস আগে ফেব্রুয়ারিতে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে না জানিয়ে একতরফা উদ্বোধন করায় ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই ঠিক হয় সার্কিট বেঞ্চের আবার উদ্বোধন করবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের কাউকে ডাকা হয়নি। হাইকোর্টের কাউকে ডাকা হয়নি। সার্কিট বেঞ্চ তৈরির জন্য রাজ্য ৩০০ কোটি খরচ করেছে। অথচ রাজ্যকে বাদ দিয়েই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন মোদী।

আনুষ্ঠানিকভাবে সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে সোমবার ১১ মার্চ। থাকবে একটা ডিভিশন বেঞ্চ আর দুটি সিঙ্গল বেঞ্চ। ক‍্যালকাটা হাইকোর্টের অ্যাক্টিং প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, বিচারপতি মহম্মদ মুমতাজ খান, অরিন্দম মুখার্জী, মধুমিতা মিত্র ১৫ তারিখ পর্যন্ত প্রথম দফায় সেখানে বসবেন। পরবর্তীতে কোন বিচারপতিদের সেখানে পাঠানো হবে সেটা ঠিক করবে কলকাতা হাইকোর্ট।

সার্কিট বেঞ্চ উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি এদিন নিজে তদারকি করেন আইনমন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার-ই শিলিগুড়ি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link