Goa: উত্তরবঙ্গ থেকে সরাসরি সৈকত শহরে মমতা, তুঙ্গে তৃণমূলের প্রচার

বৃহস্পতিবার বিকেলে গোয়া পৌছালেন মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়

Oct 28, 2021, 18:43 PM IST

উত্তরবঙ্গ সফর শেষে নজর এবার সৈকত শহরে মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে গোয়া পৌছালেন তিনি। তিন দিনের শফরে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। মমতাকে স্বাগত জানানর জন্য গোয়া তৃণমূলের নেত্রিত্ব উপস্থিত ছিলেন বিমানবন্দরে। সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান হয়।   

1/5

বিমানবন্দরে সংবর্ধনা

felicitation in airport

বিমানবন্দরে উপস্থিত ছিলেন লুইজিনহো ফালেইরো, প্রসাদ গাঁওকার, লাভো মাম্লেদার, এন শিভদাস এবং স্বাতি কেরকার। এছারাও উপস্থিত ছিলেন রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। 

2/5

শুক্রবারের কর্মসূচী

friday's schedule

শুক্রবার একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে গোয়াতে। বিভিন্ন রাজনয়তিক নেতারাও বৈঠক করবেন তাঁর সঙ্গে।  

3/5

মূল লক্ষ্য কী

Main target

মূল লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা এবং একটি বিরোধী জোট গরে তোলা। ২০২৪ কে মাথায় রেখে বিভিন্ন রাজ্যে সংগঠনকে শক্ত করছেন মমতা।  

4/5

সক্রিয় সংগঠন

active party

ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল। শেষ কিছুদিনে গোয়াতেও সংগঠন গরে উঠেছে তাদের। 

5/5

স্থানিয় মানুষের সঙ্গে সাক্ষাত

meeting local people

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া আসা কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক দলগুলির মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার শকাল থেকেই বিভিন্ন কর্মসূচী রয়েছে এর মধ্যে রয়েছে মন্দির-গির্জা দর্শন এবং স্থানিয় মানুষের সঙ্গে কথপকথন।