বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

Dec 12, 2018, 09:41 AM IST
1/6

s 6

বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

সেই রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই দেশজুড়ে মোদী বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/6

s 5

বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতাও কে চন্দ্রশেখর রাও মোদী বিরোধী হিসেবেই জাতীয় রাজনীতিতে পরিচিত।

3/6

s 4

বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

তিনি এর আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন।

4/6

s 3

বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

বিধানসভা ভোটে বিপুল পরিমাণে জেতার পর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেচ্ছা চিঠি পেলেন কে চন্দ্রশেখর রাও।

5/6

s 2

বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

৮৮টি আসনে জিতে তিনি দ্বিতীয়বার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও।

6/6

s 1

বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার

তাই ২০১৯-এর লোকসভা ভোটে মোদী-বিরোধী জোটে তাঁকে সামিল করার কাজ ওই শুভেচ্ছা চিঠির মাধ্যমে কিছুটা এগিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।