কার্বাইডের থেকে গাছ পাকা আমই ভাল : দিলীপ (Dilip), কিছু পচা আম ঝরে পড়ছে : ফিরহাদ (Firhad)

Dec 06, 2020, 15:31 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : দিলীপ ঘোষের 'পাকা আম' মন্তব্যকে একহাত নিলেন ফিরহাদ হাকিম। 

2/6

পাল্টা বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন বড় আম গাছ। কিছু পচা আম ঝরে পড়ছে। দিলীপ বাবু ঠিকই বলেছেন।" 

3/6

প্রসঙ্গত এদিন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে চা চক্রের আসরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

4/6

বলেন, "অনেক আম পেকেছে তৃণমূলে। শুধু পাড়ার অপেক্ষা। গাছ পাকা আমই ভাল। কার্বাইডে পাকানো আম ভাল নয়।"

5/6

এরপরই পাল্টা দিলীপ ঘোষকে চাঁছাছোলা আক্রমণে বিঁধলেন ফিরহাদ হাকিম। বলেন, "পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এটা ওনার মানসিক রোগ।"

6/6

তৃণমূলকে নিয়ে কোনও মন্তব্যের আগে বিজেপি রাজ্য় সভাপতিকে নিজের দল সামলানোরও পরামর্শ দেন পুরমন্ত্রী।